ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

Yamaha RX 100: 200CC ইঞ্জিন ও দুর্দান্ত মাইলেজ সহ বাজারে কামব্যাক করতে চলেছে Yamaha RX 100

Published on:

Yamaha RX 100: ভারতীয় বাইকের বাজারে অত্যন্ত জনপ্রিয় নাম Yamaha RX100।একসময় বাইক প্রেমীদের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম ছিল এই RX 100।এই বাইকটিএটি প্রথম 1985 সালে আত্মপ্রকাশ করেছিল, এরপর 1996 সালে এটি বন্ধ হয়ে যায়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Yamaha RX 100: স্পেশিফিকেশন:-

সম্প্রতি শোনা যাচ্ছে, পুনরায় লঞ্চ হতে পারে Yamaha RX100।এই বাইক টি 2 স্ট্রোক ইঞ্জিন সহ আসে যা বর্তমানে ভারতে নিষিদ্ধ। তাই আশা করা হচ্ছে এটি নতুন রূপে আসবে। অর্থাৎ 4 স্ট্রোক 200 সিসি ইঞ্জিন সমেত বাইকটি লঞ্চ করবে সংস্থা।সংস্থার তরফে নিশ্চিত না করা হলেও নানা রিপোর্টে দাবি করা হয়েছে বাজারে ফিরছে Yamaha RX100।বিগত বেশ কয়েকদিন ধরেই বাজারে জল্পনা চলছে ভারতে শীঘ্রই লঞ্চ হবে এই আইকনিক মোটরসাইকেল। দারুন মাইলেজ, পারফরম্যান্স, বিল্ড কোয়ালিটির জন্য পরিচিত এই বাইক।সংস্থার পক্ষ থেকে এই বিষয়গুলিকে গুরুত্ব দিয়েই দেখা হবে বলে শোনা যাচ্ছে।

আরও পড়ুন: Best Bikes Under 45000: স্বল্প বাজেটে ঘরে আনুন দুর্দান্ত মাইলেজসম্পন্ন এই ৫টি বাইক; জেনে নিন বিস্তারিত

Yamaha RX100 এ যে বৈশিষ্ট্য পাওয়া যায় তা হল সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন যা 11 পিএস শক্তি এবং 10.39 এনএম টর্ক তৈরি করে। বাইকের দু চাকাতেই রয়েছে ড্রাম এবং 10 লিটারের ফুয়েল ক্যাপাসিটি।নতুন যে বাইকটি আসবে শোনা যাচ্ছে তাতে থাকবে ডিস্ক ব্রেক, অ্যালয় হুইল এবং একটি রেট্রো স্টাইলের ডিজাইন।এর বাজার মূল্য প্রায় ১ লাখ টাকার কাছাকাছি হতে পারে বলে জানা যাচ্ছে।

About Author
Tiyasha Sen

বিগত প্রায় ২ বছর ধরে কলকাতা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।

1 thought on “Yamaha RX 100: 200CC ইঞ্জিন ও দুর্দান্ত মাইলেজ সহ বাজারে কামব্যাক করতে চলেছে Yamaha RX 100”

Leave a Comment