ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

TVS Scooter: বাজাজের পর এইবার সিএনজি স্কুটার লঞ্চ করবে টিভিএস! কবে আসবে বাজারে? কত দামেই বা মিলবে এই গাড়ি? জানুন বিস্তারিত

Published on:

TVS Scooter: Bajaj বাজারে লঞ্চ করেছে দারুণ একটি CNG 125 মডেল।এবার বাজাজের পর বাজারে 125 মডেল নিয়ে হাজির করেছে আর একটি সংস্থা।সেটি হল TVS। ফিচারস যেমন দুর্দান্ত ঠিক তেমনই মাইলেজ।এবার TVS বাজারে নিয়ে আসছে সিএনজি ভার্সন।খুব শীঘ্রই বাজারে নতুন ভ্যারিয়েন্ট আনবে এই টিভিএস।টিভিএস জুপিটার 125 বাজারে ইতিমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে।তবে এবার পেট্রোল চালিত মডেল নয়,বাজারে TVS এবার সিএনজি ভার্সন নিয়ে কাজ করতে চলেছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
বিশেষত্ব :

এখনও পর্যন্ত টিভিএস ৩.১ মিলিয়ন গাড়ি বিক্রি করেছে।যার ফলে এটি তৃতীয় বৃহত্তম টু হুইলার গাড়ি নির্মাতা সংস্থাতে পরিণত হয়েছে।টিভিএস তার সিএনজি ভার্সন নিয়ে কাজ শুরু করে দিয়েছে।শোনা যাচ্ছে পেট্রোল চালিত গাড়ির থেকে আরো ভালো মাইলেজ দেবে এই গাড়ি।টিভিএস এখনও পর্যন্ত ১ হাজারের বেশি ভ্যারিয়েন্ট বিক্রি করেছে।সিএনজি স্কুটার টি প্রতি ঘণ্টায় ৬০ কিমি পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। যতদূর জানা যাচ্ছে এই সিএনজি মডেলটি U740।

ফিচারস :
  • ১.এতে ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার রয়েছে।
  • ২.বড় সিএনজি ট্যাংক রয়েছে।
  • ৩.LED হেড লাইট রয়েছে।
  • ৪.LED টেইল ল্যাম্প রয়েছে।
  • ৫.সুরক্ষার জন্য রয়েছে ডিস্ক ব্রেক।
  • ৬.এছাড়া রয়েছে অ্যালয় হুইল।
দাম :

গত ৫ ই জুলাই বাজাজ বাজারে লঞ্চ করেছে বিশ্বের প্রথম সিএনজি ১২৫ মডেল।যার বেস ভ্যারিয়েন্টের দাম ৯৫ হাজার টাকা।টপ মডেলটির দাম ১.১০ লাখ টাকা।গাড়িটি ২১৩ কিমি মাইলেজ দিতে সক্ষম।এবার আশা যাক টিভিএসের নতুন মডেলের কথায়।তবে এখনও পর্যন্ত দাম সম্পর্কে সঠিক তথ্য কোম্পানি প্রকাশ্যে আনে নি।তবে টিভিএস জুপিটার 125 পেট্রোলচালিত মডেলটি বাজারে 79 হাজার থেকে 90 হাজার টাকায় পাওয়া যাচ্ছে।তাই অনুমান করা হচ্ছে নতুন সিএনজি চালিত মডেলটির দাম হয়তো 1 লক্ষের কম দামে বাজারে পাওয়া যাবে।

লঞ্চের দিন :

এখনও পর্যন্ত লঞ্চের দিন ঘোষণা করে নি সংস্থা।তবে জানা যাচ্ছে খুব বেশি আর অপেক্ষা করতে হবে না জনগণকে।আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের মধ্যেই বাজারে লঞ্চ হয়ে যাবে এই গাড়ি।প্রস্তুতি শুরু হয়ে গেছে।এখন অপেক্ষা কবে সেই দিন হাজির হয়।

আরও পড়ুন: Rajdoot Bike Launching Soon: অত্যাধুনিক ফিচারস ও শক্তিশালী ইঞ্জিন সহ নতুন রূপে বাজারে ফিরছে 90’S-এর কিংদূত! জানুন বিস্তারিত

About Author
Tamalika Sengupta

বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

Leave a Comment