ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

TVS NTorq: এযেন অবিশ্বাস্য! 55 কিমি মাইলেজ তাও আবার 37 হাজারে! আজই ঘরে আনুন সস্তার এই স্কুটি

Published on:

TVS NTorq: 125 cc সেগমেন্টে TVS Motors এর জনপ্রিয় স্কুটার NTorq 125। সম্প্রতি এই স্কুটারের এক্সটি ভেরিয়েন্ট বাজারে এসেছে। এই স্কুটারে রয়েছে এমন অনেক ফিচার যা এই দামে আগে কোন স্কুটারে দেখা যায়নি। থাকছে হাইব্রিড SmartXonnect সিস্টেম। এখানে কালার TFT ও LCD ডিসপ্লে ব্যবহার হয়েছে। এই স্কুটারে রয়েছে ভয়েস কমান্ড ফিচার। এই দামে আগে কোন স্কুটারে এই ফিচার দেখা যায়নি। কম আওয়াজে ইঞ্জিন স্টার্ট করার জন্য এই স্কুটারে ব্যবহার হয়েছে কোম্পানির বিশেষ অত্যাধুনিক প্রযুক্তি। এছাড়াও স্কুটারে ব্যবহার হয়েছে আগের থেকে হালকা চাকা, যা মাইলেজ ও পারফর্মেন্সে উন্নতি করবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

TVS NTorq: ইঞ্জিন:-

TVS NTorq তে রয়েছে 124.8 cc সিঙ্গেল সিলিন্ডার তিন ভাল্ভ এয়ার কুলড ইঞ্জিন। এই ইঞ্জিনে 7000 rpm এ 9.25 bhp শক্তি ও 5500 rpm এ 10.5 Nm টর্ক পাওয়া যাবে।প্রতি লিটার তেলে এই গাড়ি 54.33 কিলোমিটার মাইলেজ দিয়ে থাকে।

TVS NTorq: ফিচার্স:-

এই গাড়ির সামনের চাকায় ডিস্ক ব্রেক আর পিছনের চাকায় ড্রাম ব্রেক দেওয়া হয়েছ। TVS NTorq থেকেই দেখে নিতে পারবেন সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন। এছাড়াও খাবার ডেলিভারির স্ট্যাটাস দেখে নেওয়া যাবে। ট্রাফিক মোডে দ্রুত ক্রিকেট ও ফুটবল স্কোর দেখে নেওয়া যাবে। জানা যাবে বাতাসে দূষণের পরিমাণ, সাম্প্রতিক খবর ও আরও অনেক কিছু।

TVS NTorq: দাম:-

এই স্কুটারটির এক্স শোরুম দাম 84 হাজার 636 টাকা থেকে 1 লাখ 5 হাজার টাকার মধ্যে।

আরও পড়ুন: Bajaj CNG: পেট্রোল ছাড়াই ছুটবে গাড়ি! সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বাজারে এল নতুন CNG বাইক

৩৭ হাজার টাকায় পেয়ে যান এই স্কুটি:-

আসলে স্কুটিটির দাম বেশি হলেও আমরা যে গাড়ি টি সম্বন্ধে আলোচনা করছি তা আপনি মাত্র ৩৭ হাজার টাকায় পেয়ে যাবেন,এটি আসলে একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি।TVS NTorq-এর 2018 সালের এই মডেলটি এখনও অবধি ৪২ হাজার কিমি অবধি চলেছে।আপনারা কিনতে চাইলে অনলাইন ওয়েবসাইট থেকে কিনতে পারেন।

About Author
Tiyasha Sen

বিগত প্রায় ২ বছর ধরে কলকাতা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।