ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

TVS Apache RTR 310: এইবার মধ্যবিত্তের স্বপ্নপূরনের পালা! মাত্র ৭ হাজার কিস্তিতে ঘরে আনুন TVS Apache! জানুন বিস্তারিত

Published on:

TVS Apache RTR 310: দু চাকা, বা চার চাকা কেনার শখ মানুষের বরাবর ছিল, যত দিন যাচ্ছে মানুষের চাহিদা আরো বৃদ্ধি পাচ্ছে। মানুষের সব থেকে পছন্দের তালিকায় আছে Royal Enfield,TVS Apache ইত্যাদি মডেল। কিন্তু দামের দিক থেকে বিচার করলে সেইসবই গরিবের সাধ্যের বাইরে। TVS Motors হল একটি স্বনামধন্য অটোমোবাইল সংস্থা। ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের আকর্ষণীয় মডেল নিয়ে এসেছে এই সংস্থা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

TVS সম্প্রতি একটি নতুন মডেল বাজারে নিয়ে এসেছে।সেই মডেলটি হল TVS Apache RTR 310। তিনটি রঙের দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে এই মডেল। অত্যাধুনিক ফিচারস, দুর্দান্ত মাইলেজ সম্পন্ন এই গাড়ি। দাম খুব বেশি নয়। ডিজাইন দারুণ, ইঞ্জিন শক্তিশালী। আজকের প্রতিবেদন থেকে এই গাড়িটি বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

TVS Apache RTR 310 শক্তিশালী ইঞ্জিন এবং মাইলেজ :

TVS Apache RTR 310 মডেলে রয়েছে খুব শক্তিশালী ইঞ্জিন।312 cc লিকুইড কুল্ড 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ফুয়েল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।এই বাইকে 11 লিটারের ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি রয়েছে।এছাড়া এই ইঞ্জিন 9700 rpm এ 35.6 Ps শক্তি উৎপন্ন করতে সক্ষম এবং 6650 rpm এ 28.7 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম।

TVS Apache RTR 310 স্পেসিফিকেশন এবং ফিচারস :

TVS Apache RTR 310 মডেলে নতুন নতুন দারুণ সমস্ত ফিচারস আছে।

  • ১.LCD ডিসপ্লে আছে।
  • ২.সামনের চাকায় আপ সাইড ডাউন ফোর্ক এবং পিছনের চাকায় সলিড ড্রাই কাস্ট অ্যালুমিনিয়াম মনশোক সাসপেনশন আছে।
  • ৩.দুই চাকায় ডাবল চ্যানেল ABS দেওয়া হয়েছে।
  • ৪.ডিসপ্লেতে রয়েছে ডিজিটাল স্পিডোমিটার,ডিজিটাল ট্যাকোমিটার,ডিজিটাল ট্রিপমিটার রয়েছে।
  • ৫.এছাড়া যে সমস্ত সুবিধা রাইডার পেয়ে যাবেন সেটা হল কল অ্যালার্ট,মেসেজ নোটিফিকেশন,টাইমিং ক্লক সহ বেশ কিছু সুবিধা।
  • ৬.TVS Apache RTR 310 মডেলে রয়েছে মিউজিক কন্ট্রোল,ক্রুজ কন্ট্রোল,প্যাসেঞ্জার ফুটরেস্ট,স্টেপ আপ সিট,স্প্লিট সিট সুবিধা রয়েছে।
  • ৭.এমনকি ডিভাইস চার্জ দেবার জন্য USB চার্জিং পোর্ট রয়েছে এখানে।

আরও পড়ুন: Maruti Alto 800: এইবার মধ্যবিত্তের স্বপ্ন পূরনের পালা! মাত্র ১ লাখ টাকায় ঘরে আনুন মারুতি অল্টো! জানুন বিস্তারিত

প্রতিদ্বন্দ্বী :

যেকোন ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা ছাড়া সফলতা আসে না।ব্যবসার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা আরো বেশি করে নজরে আসে।এক্ষেত্রেও ব্যতিক্রম হয় নি।যেসমস্ত মডেল TVS Apache RTR 310 মডেলের প্রতিদ্বন্দ্বী রূপে বাজারে উপস্থিত আছে সেগুলি হল,Honda CB 300R,Suzuki Gixxer SF 250,KTM RC390 ইত্যাদি মডেল।

EMI প্ল্যান এবং অরিজিনাল দাম :

TVS Apache RTR 310 দুটি ভ্যারিয়েন্টের দাম কিন্তু এক নয়।বিভিন্ন দামে পাওয়া যাচ্ছে।একটি ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন অন রোড 76 হাজার 28 টাকায়।বাকি ভ্যারিয়েন্ট পাবেন 2 লাখ 94 হাজার 695 টাকায়।অনেক মানুষ আছেন যাদের পক্ষে একসাথে এত টাকা দিয়ে গাড়ি কেনা সম্ভব নয়।তারা এককালীন 19 হাজার টাকা ডাউন পেমেন্ট করে 6 % সুদের হারে 7 হাজার 794 টাকা করে প্রতি মাসে EMI জমা করে গাড়িটি কিনতে পারবেন।

About Author
Tiyasha Sen

বিগত প্রায় ২ বছর ধরে কলকাতা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।

Leave a Comment