ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

Maruti Dream Edition: বড় চমক মধ্যবিত্তদের জন্য! এইবার ৫ লাখের মধ্যে ঘরে আনুন মারুতির এই গাড়ি!

Published on:

Maruti Dream Edition: গাড়ি কেনার শখ মানুষের বরাবর ছিল। বর্তমানে দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে এই শখ।এখন মানুষ অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছেন গাড়ি, স্মার্ট ফোন এসমস্ত ইলেকট্রনিক টেকনোলজির ওপর। তবে গাড়ি প্রেমীদের জন্য বিশাল এক সুখবর আনতে চলেছে Maruti। জুন মাসেই তারা তাদের বিভিন্ন কম দামের মডেল বাজারে লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে। কোন কোন মডেল, কি দামে লঞ্চ করবে সব জেনে নিন আজকের প্রতিবেদনে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Maruti Suzuki তার Alto K10, S-Presso, Celerio এই সব মডেলের Dream সিরিজ খুব শিগগির লঞ্চ করতে চলেছে। প্রাথমিক ভাবে জুন মাসেই এই গাড়িগুলি বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল কোম্পানি। এই সিরিজের গাড়ির দাম এক্স শোরুমে ৪.৯৯ লক্ষ টাকা থেকে শুরু হয়েছে।

আরও পড়ুন: Oben Electric: পরিবেশ দূষণ কমাতে এইবার রাস্তায় ছুটবে ই-বাইক; বড় পদক্ষেপ ব্যাঙ্গালুরু সংস্থার!

ইতিমধ্যেই Maruti কোম্পানির এই গাড়িগুলি বুকিং শুরু হয়ে গেছে। গ্রাহক চাইলে সংস্থার বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইট থেকে মডেলগুলো বুক করতে পারেন।এছাড়াও গাড়ি কিনতে আগ্রহী ব্যাক্তিরা সংস্থার অথোরাইজ ডিলার শিপ থেকে মডেল গুলো বুক করতে পারেন।

Maruti Suzuki Dream সিরিজ এডিশন:

Maruti Suzuki Dream সিরিজের মডেল গুলি জুন মাসেই লঞ্চ হবে।এখন অপেক্ষার বিষয় হল বাজারে এলে তো হবে না,সাড়া জাগাতে হবে।তার ওপর নির্ভর করেই কোম্পানি সিদ্ধান্ত নেবে বিক্রির মেয়াদ বাড়ানো হবে কি না।Dream Edition মডেলগুলোর ডিজাইনে সামান্য হলেও আপডেট থাকবে।

Maruti Suzuki Dream Edition মডেলের ফিচারস এবং স্পেসিফিকেশন :

  • ১.এই এডিশনের ভার্সন স্ট্যান্ডার্ড ভার্সনের থেকে অনেক বেশি আকর্ষনীয়।
  • ২.স্পেশাল ব্যজিং দেওয়া হবে।
  • ৩.Maruti Suzuki Dream Edition এর প্রতিটি মডেলগুলিতে ম্যানুয়াল গিয়ার বক্স রয়েছে।
  • ৪.এছাড়া মডেল গুলিতে রয়েছে নতুন টাচ স্ক্রীন ইনফোটেনমেন্ট সিস্টেম।এই ধরনের সিস্টেম অ্যান্ড্রয়েড অটো,আপেল কার প্লে,অটো কারপ্লে সমর্থন করবে।

দাম:

Maruti Suzuki Dream Edition মডেল গুলোর এক্স শোরুমে দাম ৪.৯৯ লক্ষ টাকা থেকে শুরু হয়েছে।অর্থাৎ মাত্র ৫ লক্ষ টাকা খরচ করলেই গাড়ি হয়ে যাবে আপনার।তবে অবশ্যই কেনার পূর্বে নিকটবর্তী শোরুমে গিয়ে বিস্তারিত জানতে হবে।

About Author
Tiyasha Sen

বিগত প্রায় ২ বছর ধরে কলকাতা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।

Leave a Comment