ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

Mahindra XUV 3XO: লঞ্চের পরেই ১ ঘণ্টায় রেকর্ড বুকিং! এইবার বাজার কাঁপাবে Mahindra-এর এই গাড়ি; শুরু হলো ডেলিভারি

Published on:

Mahindra XUV 3XO: ভারতীয় বাজারে উল্লেখযোগ্য যেসমস্ত অটোমোবাইল সংস্থা রয়েছে,তাদের মধ্যে অন্যতম হল Mahindra। বেশ অনেক বছর ধরেই চুটিয়ে ব্যবসা করছে এই কোম্পানি।দারুণ সব মডেল উপহার দিয়েছে মানুষকে।এবার মানুষের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটালো। Mahindra XUV 3XO বাজারে এসেই গেলো।ইতিমধ্যে ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়েছে।যেদিন থেকে বাজারে এই মডেল লঞ্চ হয়েছে বেশ ভালো সাড়া জাগিয়েছে। লঞ্চ হওয়ার মাত্র কয়েকটা ঘণ্টা পাড় হতে না হতেই বুকিং 50 হাজার পাড় করে ফেলেছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Mahindra Xuv 3Xo
Mahindra Xuv 3Xo
Mahindra XUV 3XO: বিভিন্ন ভ্যারিয়েন্ট এবং দাম :

গাড়িটির মোট নয়টি ভ্যারিয়েন্ট রয়েছে। তবে চরটি ভ্যারিয়েন্টে বুকিং শুরু হয়েছে।তবে ভ্যারিয়েন্ট অনুযায়ী দাম কিন্তু পৃথক পৃথক রাখা হয়েছে। বেস মডেলের এক্স শোরুমে দাম নির্ধারণ করা হয়েছে ৭.৪৯ লক্ষ টাকা।যেসমস্ত ভ্যারিয়েন্ট বাজারে পাওয়া যাচ্ছে সেগুলি হল – M1, M2,M2pro,M3,M3pro,AX5,AX5 Luxury,AX7,AX7 Luxury। যে চারটি মডেল বুকিং ইতিমধ্যে শুরু হয়েছে সেগুলি হল – AX5,AX5 L,M3,M3pro। এক একটি ভ্যারিয়েন্ট অনুযায়ী দাম এক এক রকম হয়।AX5 মডেলের এক্স শোরুমে দাম 10.69 লক্ষ,AX5 L মডেলের দাম এক্স শোরুম অনুযায়ী 11.69 লক্ষ টাকা,M3 মডেলের দাম 9.49 লক্ষ টাকা এবং M3pro মডেলটি পাওয়া যাচ্ছে 9.99লক্ষ টাকায়।

Mahindra XUV 3XO মডেলের ডেলিভারি সংক্রান্ত তথ্য :

ইতিমধ্যে Mahindra XUV 3XO মডেলটির পেট্রোল ভার্সন প্রায় 70% বুকিং পেয়েছে।মাহিন্দ্রা কোম্পানির কার্যনির্বাহী আধিকারিক এবং CEO রাজেশ জেজুকারী জানিয়েছেন,”জীবনে প্রথম যারা গাড়ি কিনছেন তাদের দ্রুত ডেলিভারি করার বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।আমরা এ বিষয়ে অতি সচেতন”।

আরও পড়ুন: Maruti Swift CNG: দুর্ধর্ষ মাইলেজ সহ বাজারে সুইফটের সিএনজি ভার্সন লঞ্চ করছে মারুতি! দাম শুনলে চমকে যাবেন আপনিও

প্রসঙ্গত Mahindra কোম্পানি এই মডেল ইতিমধ্যে 10 হাজার ইউনিট উৎপাদন করতে সক্ষম হয়েছে। আরো বেশি বেশি উৎপাদন যাতে করা যায় সে বিষয়ে চেষ্টার কোনো ত্রুটি রাখছে না।যাতে বুকিং করার সাথে সাথে ডেলিভারি পেতে সুবিধা হয় সেই চেষ্টায় সদা তৎপর কোম্পানি।আগামীতে মাসে মাসে এই গাড়ির আরো 9000 ইউনিট উৎপাদনের প্রস্তুতি চালাচ্ছে এই Mahindra কোম্পানি। ওয়েটিং পিরিয়ড যাতে কমে আসে ,তার দিকে সদা নজর কোম্পানির। আশা করা হচ্ছে আর খুব বেশি অপেক্ষা করতে হবে না গ্রাহককে।তারা চটজলদি পেয়ে যাবে তাদের বুকিং করা গাড়ি।

About Author
Tiyasha Sen

বিগত প্রায় ২ বছর ধরে কলকাতা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।

Leave a Comment