ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

Bajaj CNG: পেট্রোল ছাড়াই ছুটবে গাড়ি! সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বাজারে এল নতুন CNG বাইক

Updated on:

Bajaj CNG: এবার গাড়ির বাজারে আসতে চলেছে বাজারের সিএনজি চালিত মোটরসাইকেল। পালসার NS400Z লঞ্চের সময়, বাজার অটোমোবাইল কোম্পানি অনুষ্ঠানিক ভাবে জানিয়েছিল, ভারতের বাজারে তাঁরা সিএনজি-চালিত মোটরসাইকেল লঞ্চ করবে। এই প্রথম সিএনজি বাইক আনতে চলেছে বাজাজ অটো সংস্থাটি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Bajaj CNG Bike পাওয়ার ট্রেন:-

সংস্থার থেকে প্রাপ্ত তথ্য অনুসারে বাইকটির নাম হচ্ছে Bruzer। ১০০ থেকে ১২৫ সিসি-এর মাইলেজ সম্পন্ন ইঞ্জিন থাকতে পারে এই বাইকে।

Bajaj CNG বাইকের ফিচার্স:-

বাজাজের প্রথম এই CNG বাইকে থাকবে বুলবাউস ফুয়েল ট্যাঙ্ক, ফ্ল্যাট ও লং সিট আর চাংকি গ্র্যাব রেইল। নাকল গার্ড সহ ব্রেসড হ্যান্ডেল বারও থাকছে এই গাড়িতে। একটি স্পাই শটে দেখা গিয়েছিল গাড়িটিতে LED হেডলাইট ও LED টেইল লাইট দেখা গেছে।অনেকেই অবশ্য দাবি করছেন গাড়িটিতে ডিজিটাল কনসোল থাকা সম্ভব।

আরও পড়ুন: Maruti Suzuki WagonR: দুর্দান্ত মাইলেজ সহ আকর্ষণীয় ফিচারস; বিক্রির নিরিখে রেকর্ড গড়েছে মারুতির এই গাড়ি! জানুন বিস্তারিত

সুরক্ষার জন্য বাজাজ ব্রুজার বাইকটিতে সিঙ্গল চ্যানেল এবিএস কিংবা কম্বো ব্রেকিং দেখা যেতে পারে। ফলে ভারতের বাজারে কিছুটা অল্প দামে একাধিক আধুনিক প্রযুক্তি সম্পন্ন সিএনজি মডেলটি ভালোই সাড়া ফেলবে, মনে করছেন বিশেষজ্ঞরা। ব্লু-টুথ কানেকটিভিও তাহলে এই মডেলটিতে। নতুন প্রযুক্তি ব্যবহারের সঙ্গে সঙ্গে মডেলটি দেখেও উচ্ছ্বসিত হবেন নতুন প্রজন্মের ছেলেমেয়েরা, এমনটাই আশা সংস্থার।আগামী ১৮ জুন মঙ্গলবার প্রকাশ্যে আসবে বাজাজ ব্রুজার ১২৫ সিএনজি বাইকটি।

About Author
Tiyasha Sen

বিগত প্রায় ২ বছর ধরে কলকাতা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।

1 thought on “Bajaj CNG: পেট্রোল ছাড়াই ছুটবে গাড়ি! সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বাজারে এল নতুন CNG বাইক”

Leave a Comment