ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

Hyundai Inster EV: একবার ফুল চার্জে দেবে 355 কিমি মাইলেজ! বাজারে নতুন ইলেকট্রিক গাড়ি আনছে হুন্ডাই!

Published on:

Hyundai Inster EV: ইলেকট্রিক গাড়ির বর্তমানে চাহিদা এত বেড়ে গেছে,সব কোম্পানি নিত্যনতুন ইলেকট্রিক মডেল বাজারে লঞ্চ করতে বর্তমানে ব্যস্ত।Hero Motors, Bajaj, Tata ইত্যাদি সংস্থা বাজারে একটার পর একটা দুর্দান্ত মডেল নিয়ে হাজির হয়েছে ।এবার Hyundai কোম্পানি নিয়ে আসতে চলেছে একটা দুর্দান্ত মডেল।যার প্রথম টিজার ইতিমধ্যে প্রকাশিত হয় গেছে। Hyundai Inster নামে বাজারে আসতে চলেছে এই মডেল।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শোনা যাচ্ছে মডেলটি আত্মপ্রকাশ করতে চলেছে বুসান ইন্টারন্যাশনাল মোটর শো 2024 এর ইভেন্টে।দক্ষিণ কোরিয়ার বাজার দিয়ে পথ চলা শুরু করছে এই গাড়ি।শোনা যাচ্ছে পরবর্তী কালে ইউরোপের বাজারে লঞ্চ করা হবে এই মডেল।ভারতের বাজারে লঞ্চ হবে কিনা সে নিয়ে বিশদে জন্য যায় নি।তবে প্রথম টিজারে প্রকাশিত ডিজাইন দেখে ভক্তরা দারুণ মোহিত হয়ে গেছে।

Hyundai Inster মডেলের ডিজাইন:

প্রথম টিজারে প্রকাশিত হয়েছে দুর্ধর্ষ ডিজাইন। পিক্সেল লাইটিং সেট আপ আছে।এই ধরনের লাইটিং সেট আপ দেখা গেছিল Ioniq 5 মডেলটিতে।Hyndai Inster মডেলের পিছনে রয়েছে চার্জিং পোর্ট।Hyndai কোম্পানীর এই মডেলটি Hyndai Casper মডেলের তুলনায় আকৃতিতে সামান্য ছোট।Casper মডেলে যেমন গোলাকৃতি হেড ল্যাম্প ক্লাস্টার,LED ডিআরএল আছে,এখানেও সেই ব্যবস্থা আছে।

Hyundai Inster Range:

Hyundai Inster মডেলের গাড়ির পাওয়ারট্রেন সম্পর্কিত তথ্য এখনও সে অর্থে প্রকাশ্যে আসে নি।তবে জানা গেছে একবার ফুল চার্জ দিলে গাড়িটি ৩৫৬ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম।

ভারতে এই মডেল লঞ্চ নিয়ে ঘোষণা :

ভারতের বাজারে লঞ্চ হবে কিনা,সেই নিয়ে এখনও পর্যন্ত পরিষ্কার কোনো তথ্য প্রকাশ্যে আসে নি। যতদূর জানা গিয়েছে Hyundai কোম্পানি ভারতবর্ষে ব্যাটারি ইলেকট্রিক গাড়ি পোর্ট ফোলিও সম্প্রসারণের লক্ষ্য নিয়েছে। চেন্নাইয়ে যে কারখানা আছে সেখানে ২৬ হাজার কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে।শুধু তাই নয় ঘোষণা করা হয়ে গেছে।

‘স্মার্ট ইভি’প্রকল্পের আওতায় নতুন প্রকল্পের ওপর ভিত্তি করে Hyndai সিদ্ধান্ত নিয়েছিল নতুন নতুন মডেল লঞ্চ করবে বাজারে।ভরতেই নাকি এই সব মডেল উৎপন্ন হবে বলে জানায় কোরিয়ান এই কোম্পানি।তাদের দেওয়া তথ্য অনুযায়ী ২০২৫ সালের প্রারম্ভেই নাকি এদেশে Creat EV লঞ্চ করা হবে।

প্রতিদ্বন্দ্বী :

প্রত্যেকটি ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী থাকা খুব গুরুত্বপূর্ণ।প্রতিদ্বন্দ্বিতা না থাকলে উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব হয় না।ব্যবসার ক্ষেত্রে তো এটা সবথেকে বেশি দেখা যায়।এই কোম্পানির মডেল বাজারে যে সব মডেলকে টেক্কা দিতে চলেছে সেগুলি হল Tata CurvevEV,Maruti Suzuki eVX।

About Author
Tiyasha Sen

বিগত প্রায় ২ বছর ধরে কলকাতা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।

Leave a Comment