ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

Hero Splendor Plus: আবার বাজার কাঁপাবে হিরো! দুর্দান্ত মাইলেজ সহ এইবার হিরোর এই বাইক পেয়ে যান মাত্র 24 হাজারে

Published on:

Hero Splendor Plus: ভারতের বাজারে একাধিক অটোমোবাইল কোম্পানি আছে যারা সুনামের সাথে দীর্ঘকাল ব্যবসা করে চলেছেন।তাদের মধ্যে অন্যতম একটি হল Hero Motocorp । গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে একটার পর একটা দুর্দান্ত মডেল বাজারে আনছে এই কোম্পানি।তাও আবার অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন।দুর্দান্ত রেঞ্জ,শক্তিশালী ইঞ্জিন।Hero কোম্পানির প্রতিটি মডেল ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Hero নিয়ে এসেছে Splendor Plus। বর্তমানে ভারতীয় বাজারে ভীষণ চাহিদা টু হুইলার এবং থ্রি হুইলার গাড়ির।অ্যাডভান্স টেকনোলজি, অত্যাধুনিক ফিচারস সম্পন্ন এই মডেল।পুরোনো মডেলটি আরো সলিড ফিচারস সম্পন্ন করে নতুন ভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে বাজারে।মধ্যবিত্ত পরিবারের জন্য সস্তায় পুষ্টিকর মডেল হতে চলেছে এটি।যুগের সাথে তাল মিলিয়ে চলার এক অভিনব প্রচেষ্টা।পুরোনো মডেলকে সংস্করণ করে যুগপোযোগী করে তোলা হচ্ছে।

Hero Splendor Plus: Engine & Mileage-

Hero Splendor Plus মডেলটিতে ব্যবহার করা হয়েছে 97.2 সিসি এয়ার কুল্ড ইঞ্জিন।প্রতি লিটারে ইঞ্জিনটি 80 কিলোমিটার মাইলেজ দিতে প্রস্তুত।9.8 লিটারের ফুয়েল ট্যাংক রয়েছে এই মডেলে।8000rpm গতিতে 8.02 ps শক্তি উৎপন্ন করতে সক্ষম এই বাইক।

Hero Splendor Plus মডেলটির Features & Specification-

Hero Splendor Plus মডেলটির পুরোনো ভার্সনটি নতুন রূপে বাজারে নিয়ে আসা হয়েছে।যে সমস্ত অত্যাধুনিক ফিচারস এতে যুক্ত করা হয়েছে সেগুলি হল

  • ১. কোম্বি ব্রেকিং সিস্টেম রয়েছে এতে।
  • ২.LED হেড ল্যাম্প রয়েছে এই মডেলে।
  • ৩.টার্ন বাই টার্ন নেভিগেশন রয়েছে,ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে।
  • ৪. সাইড স্ট্যান্ড কাট অফ ইঞ্জিন রয়েছে।
  • ৫.ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার,কল নোটিফিকেশন,মেসেজ নোটিফিকেশন রয়েছে।
Hero Splendor Plus: Price-

Hero Splendor Plus মডেলটির এই ভার্সনটির দাম এক্স শোরুমে ৮২ হাজার ৯১১ টাকা।তবে গ্রাহক চাইলে আরো কম দামে কিনতে পারেন।

Hero Splendor Plus: Second hand Model-

Hero Splendor Plus মডেলটি চাইলে কম দামে গ্রাহক পেতে পারেন।তবে সেক্ষেত্রে পুরোনো ভার্সনটি গ্রাহক কে নিতে হবে।OLX অ্যাপে মডেলটির পুরোনো যে ভার্সনটি পাওয়া যাচ্ছে,সেটি এখনও পর্যন্ত ১৪ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে প্রস্তুত।এই মডেলটি বাজারে মাত্র ২৪ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: TVS Scooter: বাজাজের পর এইবার সিএনজি স্কুটার লঞ্চ করবে টিভিএস! কবে আসবে বাজারে? কত দামেই বা মিলবে এই গাড়ি? জানুন বিস্তারিত

About Author
Tamalika Sengupta

বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

Leave a Comment