ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

Post Office Schemes: পোস্ট অফিসের এই স্কিমে সামান্য টাকা বিনিয়োগ করলেই প্রতি মাসে পাবেন ৯০০০ টাকা !

Published on:

Post Office Schemes: বর্তমানে আমাদের মধ্যে অনেকেই আছেন, যারা ভালো রিটার্ন পাওয়ার আশায় টাকা বিনিয়োগ করে থাকেন মিউচুয়াল ফান্ডে (Mutual Fund)। তবে সেক্ষেত্রে রিস্কও থেকে থাকে তুলনমূলকভাবে অনেক বেশি। মূলত শেয়ার মার্কেটের উপর ভরসা করেই মিউচুয়াল ফান্ডের টাকা ওঠানামা করে। এবং সেই কারণেই এইরকম রিক্স থেকে মুক্তি পেতে বর্তমানে প্রবীণ নাগরিকদের মধ্যে অনেকেই ভরসা রাখেন ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসের মতো একটি নির্ভরযোগ্য জায়গায়। কারণ এখানে বিনিয়োগ করা অর্থ থাকে সুরক্ষিত।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ব্যাংকের মতো পোষ্টঅফিসেও (Post Office Schemes) প্রায় সারাবছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের স্কিম চালু করা হয়ে থাকে। আজকের এই প্রতিবেদনে এমনই একটি স্কিমের সম্পর্কে জানানো হলো আপনাদের। সম্প্রতি পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম নিয়ে ব্যাপক চর্চা চলছে। এই স্কিমে গ্রাহক নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করেন এবং তার উপর প্রতি মাসে সুদ পান। জানা গেছে, কেন্দ্র সরকার ২০২৩-এর বাজেটে এই স্কিমে বেশকিছু পরিবর্তন করেছে।

Post Office
Post Office

যেমন, কোনো একাউন্ট হোল্ডারের সিঙ্গল অ্যাকাউন্টে সর্বোচ্চ জমার সীমা ৪.৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে তা ৯ লক্ষ টাকা করা হয়েছে। এবং অন্য দিকে, জয়েন্ট অ্যাকাউন্টের সর্বোচ্চ সীমা ৯ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১৫ লক্ষ টাকা করা হয়েছে। সূত্রের খবর, পোস্ট অফিসের (Post Office Schemes) এই মান্থলি ইনকাম স্কিমের মেয়াদ হলো, ৫ বছর। আর এই স্কিমের প্রধান উদ্দেশ্যই হলো, মূলধন সুরক্ষা। জানা যাচ্ছে, এ বছর অর্থাৎ ২০২৩-এ সুদের হার যাচ্ছে ৭.৪০ শতাংশ।

অর্থাৎ যদি কেউ পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমে ৯ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, তবে ৭.৪০ শতাংশ সুদের হারে প্রতি মাসে ৫,৫৫০ টাকা পাবেন। এবং মেয়াদ শেষ হলে তিনি তাঁর আমানত অর্থাৎ ৯ লক্ষ টাকা তুলেও নিতে পারবেন অথবা ইলেকট্রনিক ক্লিয়ারেন্স পরিষেবার মাধ্যমে সেভিংস অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারেন। আবার চাইলে এই স্কিমে পুনরায়ও বিনিয়োগ করতে পারবেন।

আরও পড়ুন: Post Office Schemes: রাতারাতি টাকা করুন ডবল , টাকা জমান সরকারের এই ৫ স্কিমে, আর অপেক্ষা করুন কয়েকটা দিনের !!

About Author

Leave a Comment