ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

সরস্বতী পুজোর দিন এই কাজ ভুলেও নয়, অন্যথায় ভুগতে হতে পারে অবসাদে

Published on:

রাত পোহালেই সরস্বতী পুজো অনুষ্ঠান পালিত হবে। বসন্ত পঞ্চমীর এই উৎসব প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয়। সঠিক নিয়ম অনুসারে এই দেবীর পুজো করলে একজন ব্যক্তি জ্ঞান এবং বুদ্ধি লাভ করে। মায়ের পুজোর আগে তাই প্রতিটি শিক্ষার্থীর এই বিষয়গুলি জেনে রাখা প্রয়োজন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পুজোর সময় মায়ের অঞ্জলি দানের মাধ্যমে মায়ের আশীর্বাদ বা কৃপাদৃষ্টি পেতে শিক্ষার্থীদের অবশ্যই এই বিষয়ে অবগত থাকা উচিৎ। অন্যথায় ফল হতে পারে উল্টো। শাস্ত্র অনুসারে এমন কিছু কাজ রয়েছে যা বসন্ত পঞ্চমীতে করা নিষেধ। আসুন বসন্ত পঞ্চমীর দিন সেই নিষিদ্ধ কাজগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

মা সরস্বতীর হলুদ রঙ বেশি পছন্দ। এই দিনে কোনও কালো পোশাক নয় বরং বসন্ত পঞ্চমীতে হলুদ রঙের পোশাক পরলে মা সন্তুষ্ট হন। এই দিন কোনও গাছ কাটা উচিত নয়। ভুল করেও এই দিনে দিনও গাছ কাটার মত ভুল কাজ করবেন না।

কারণ বসন্তের আগমনে বসন্ত পঞ্চমী আসে এবং এই দিনটিতে বসন্তের সুন্দর এবং নতুন পরিবেশ পুরোপুরি প্রকৃতির সেজে ওঠে। এই দিনে স্নান না করে কোনও খাবার গ্রহণ করা উচিত নয়। ধর্মতত্ত্ব অনুসারে বসন্ত পঞ্চমীর দিন স্নান করে তবেই প্রথম মায়ের প্রসাদ গ্রহণ করে দিন শুরু করা উচিৎ। 

এই দিনে জ্ঞান, শিল্প ও সংগীতের দেবী দেবী সরস্বতীর উপবাস করা উচিত এবং পুজোর পরে প্রসাদ গ্রহণ করে তবেই খাওয়া উচিত। এই দিনটি মাংস এবং অ্যালকোহল থেকে দূরে থাকুন। যেহেতু বসন্ত পঞ্চমী শুভ এবং জ্ঞানের দেবী হিসেবে মা পূজিত হন তাই দিন অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়।

About Author
Tamalika Sengupta

বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।