ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

Bajaj Discover 125: নজর কাড়া লুক, সঙ্গে প্রতি লিটারে ছুটবে ৮০ কিমি! মাত্র ৩০ হাজারে আজই ঘরে আনুন বাজাজের এই বাইক

Published on:

Bajaj Discover 125: অনেক গ্রাহক আছে যারা টু হুইলার সেগমেন্টে কম বাজেটের গাড়ি খুঁজছেন।তাদের জন্য বিশাল সুখবর।কম বাজেটে টু হুইলার গাড়ি নিয়ে হাজির হয়েছে বিভিন্ন অটোমোবাইল সংস্থা। Bajaj Automobile হল একটি স্বনামধন্য অটোমোবাইল সংস্থা।বহু বছর ধরে ভারতের বাজারে ব্যবসা করছে এই সংস্থা।মানুষের চাহিদা অনুযায়ী একটার পর একটা দুর্দান্ত সব মডেল বাজারে নিয়ে হাজির হয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আজকের প্রতিবেদনে Bajaj কোম্পানির Discover 125 মডেল সম্পর্কে বিস্তারিত জেনে নেব।মডেলটি দুর্ধর্ষ মাইলেজ দিতে প্রস্তুত।ব্যাটারি শক্তিশালী।দুর্দান্ত বৈশিষ্ট্য সম্পন্ন মডেলটি।তবে এটি সেকেন্ড হ্যান্ড ভ্যারিয়েন্ট।গ্রাহকদের চিন্তার দিন শেষ।এবার দারুণ সুযোগ পেয়ে যাবেন গ্রাহক।

Bajaj Discover 125 শক্তিশালী ইঞ্জিন:

Bajaj Discover 125 বাইকটির ইঞ্জিন খুব শক্তিশালী।দারুণ পারফরম্যান্স দিতে প্রস্তুত।বাইকটি 124.4 cc DTC -i সেগমেন্টে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।ফোর স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স রয়েছে।শুধু তাই নয়,বাইকটি প্রতি লিটারে ৮০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম।

Bajaj Discover 125 স্পেসিফিকেশন এবং ফিচারস:
  • ১.এই মডেলের বাইকে রয়েছে ১.৫ লিটারের ফুয়েল ট্যাংক।
  • ২.মডেলে ব্যবহৃত ইঞ্জিন 7500 rpm এ 11 bhp শক্তি উৎপন্ন করে,5500rpm এ 11 Nm টর্ক উৎপন্ন হয়।
  • ৩.নিরাপত্তার জন্য ড্রাম ব্রেক রয়েছে সামনের চাকায়।
  • ৪.এয়ার কুল্ড ইঞ্জিন রয়েছে।
  • ৫. অ্যালয় হুইল আছে।
  • ৬.১৭ ইঞ্চি চাকা রয়েছে।
  • ৭.এই গাড়ির কার্ব ওয়েট ১২১ কেজি।
Bajaj Discover 125 বাইকের মূল্য:

Bajaj Discover 125 বাইকের এক্স শোরুমে মূল্য 80000 টাকা।তবে অন্যান্য মডেলের বাইকের তুলনায় এই মডেলের দাম অনেকটা সস্তা।

Bajaj Discover 125 বাইকের সেকেন্ড হ্যান্ড মডেলের দাম :

OLX কোম্পানীর সাইটে পাওয়া যাচ্ছে এই বাইকের সেকেন্ড হ্যান্ড মডেল।এই সেকেন্ড হ্যান্ড মডেল বাজারে পাওয়া যাচ্ছে ৩০ হাজার টাকায়।এটি ২০১১ সালের মডেল।তবে এই মডেল কেনার পূর্বে অবশ্যই ভালো করে বিস্তারিত জেনে নিতে হবে।

আরও পড়ুন: TVS Apache RTR 310: এইবার মধ্যবিত্তের স্বপ্নপূরনের পালা! মাত্র ৭ হাজার কিস্তিতে ঘরে আনুন TVS Apache! জানুন বিস্তারিত

About Author
Tiyasha Sen

বিগত প্রায় ২ বছর ধরে কলকাতা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।

Leave a Comment