ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

Maruti Swift CNG: দুর্ধর্ষ মাইলেজ সহ বাজারে সুইফটের সিএনজি ভার্সন লঞ্চ করছে মারুতি! দাম শুনলে চমকে যাবেন আপনিও

Published on:

Maruti Swift CNG: Maruti Suzuki হল বিখ্যাত একটি অটোমোবাইল সংস্থা যারা একের পর এক চমকপ্রদ মডেল বাজারে নিয়ে আসছে। এইবার এই কোম্পানি বাজারে নিয়ে এল ইলেকট্রিক গাড়ি। বর্তমানে বাজারে সব থেকে বেশি চাহিদা হল ইলেকট্রিক গাড়ির। পেট্রোলের দাম দিন দিন আকাশ ছোঁয়া হওয়ার জন্য বর্তমানে বিভিন্ন কোম্পানী বাজারে নিয়ে এসেছে ইলেকট্রিক গাড়ি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Maruti Suzuki Swift ভারতে লঞ্চ হয়েছে খুব বেশিদিন হয় নি। কিন্তু এর মধ্যে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে মডেলটি।এই মডেল নিয়ে নানান রকম পরিকল্পনা শুরু হয়েছে ইতিমধ্যে।এবার খুব শিগগির বাজারে নিয়ে আসতে চলেছে নতুন একটি ভার্সন।আগামী কয়েক মাসের মধ্যেই বাজারে এই মডেল লঞ্চ করবে এই কোম্পানি।ডিজাইনের দিক থেকে এটি স্ট্যান্ডার্ড মডেলকে অনুসরণ করতে চলেছে এই মডেলটি।স্টাইল,গ্রাফিক্স,ফিচারস সব কিছুর দিক থেকে গাড়িটি আইসিই ভার্সনের সমতুল্য হতে চলেছে।

Maruti Swift CNG: ইঞ্জিন ,মাইলেজ এবং ব্যাটারি :

নতুন এই মডেলটিতে ১.২ লিটার,থ্রি সিলিন্ডার Z12E ন্যাচারালি আস্পিরেটেড পেট্রোল ইঞ্জিন আছে।এটি থেকে সর্বোচ্চ ৮২ হর্স পাওয়ার শক্তি উৎপন্ন হতে পারে এবং ১১২ এনএম টর্ক উৎপন্ন করতে পারবে।Maruti Suzuki Swift এক কেজি জ্বালানিতে ৩৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম।

স্পেসিফিকেশন এবং ফিচারস :
  • ১.পাওয়ার ট্রেনের সাথে 5 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স রয়েছে।
  • ২.5 স্পিড অটোমেটিক ট্রান্সমিশন অপশন থাকতে পারে।
  • ৩.এই মডেলটিতে ১১৯৭ cc শক্তিশালী ইঞ্জিন রয়েছে।
  • ৪.বুট স্পেস ২৬৫ লিটার।কার্ব ওয়েট হল ৯২০ কেজি।
  • ৫.সিটিং ক্যাপাসিটি ৫ ।
  • ৬.গাড়ির সামনের চাকায় ড্রাম ব্রেক আছে।
প্রতিদ্বন্দ্বী :

Maruti Suzuki Swift CNG ভার্সনের গাড়িটির প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে রয়েছে Hyndai Grand i10 Nios CNG,Tata Tiago CNG।

Price:

Maruti Suzuki Swift Facelift মডেলটির এক্স শোরুমে দাম হতে পারে ৬.৪৯ লক্ষ টাকা থেকে ৯.৬৪ লক্ষ টাকার মধ্যে।তবে এখনো পুরোটাই আনুমানিক।দাম আরো ৮০ হাজার থেকে ৯০ হাজার টাকা বাড়তেও পারে।খুব বেশি দেরি নেই মডেলটি বাজারে আসতে।তবে দাম সম্পর্কে বিস্তর জানতে অবশ্যই নিকটবর্তী শোরুমে যোগাযোগ করতে হবে।

আরও পড়ুন: Hero Xoom Combat: বাজার কাঁপাতে ফাইটার জেট লুকের নতুন গাড়ি লঞ্চ করল হিরো!

About Author
Tiyasha Sen

বিগত প্রায় ২ বছর ধরে কলকাতা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।

Leave a Comment