ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

College: ‘কলেজের’ বাংলা মানে কি জানেন ? ৯৯% মানুষ পারবেন না বলতে !!

Published on:

স্কুলের গন্ডি পেরিয়ে ছাত্রছাত্রীরা কলেজে (College) প্রবেশ করে। কলেজ স্কুলের থেকে অনেকটাই আলাদা। এর পরিবেশও অনেকটাই আলাদা। এক লহমাসয় কলেজ ছাত্র-ছাত্রীদের বড় করে দেয়। কলেজে নির্দিষ্ট বিষয়ে অনার্স অথবা পাস কোর্সে ভর্তি হতে হয়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভারতবর্ষে একাধিক বিশ্ববিদ্যালয়ে রয়েছে। সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে একাধিক কলেজ। একাধিক বিষয়ে পড়ানো হয়ে থাকে এইসব কলেজে। নির্দিষ্ট সময়সীমার পড়াশোনা শেষে ছাত্রছাত্রীরা গ্রাজুয়েট হয় অর্থাৎ স্নাতক উপাধি লাভ করে। কলেজের (College) বাংলা প্রতিশব্দ হলো “মহাবিদ্যালয়”।

College
College

শিক্ষা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য :-

ভারতের প্রথম কলেজ (College) – ফোর্ট উইলিয়াম কলেজ।

লাইব্রেরির বাংলা অর্থ – গ্রন্থাগার।

ভারতবর্ষের প্রথম মহিলা কলেজ – বেথুন কলেজ।

পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষা মন্ত্রী – ব্রাত্য বসু (Bratya Basu)।

পৃথিবীর প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় – বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয়।

ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় – কলকাতা বিশ্ববিদ্যালয় (The Calcutta University)।

স্কুল কে বাংলায় বলে – বিদ্যালয়।

ইউনিভার্সিটি কে বাংলায় বলে – বিশ্ববিদ্যালয়।

ভারতের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ – থমসন্ কলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিং।

ভারতের বর্তমান শিক্ষা মন্ত্রী – ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)।

আরও পড়ুন – Srabanti Chatterjee: ‘প্রথমে বর বদল, তারপর দল বদল’, রাজ্য সরকারের থেকে ‘মহানায়ক’ সম্মান নিতেই শ্রাবন্তীকে কটাক্ষ নেটিজেনদের

About Author
Tamalika Sengupta

বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।