ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

ধামাকা অফার! এবার ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য একদম ফ্রি-তে দুর্দান্ত অফার নিয়ে এসেছে Jio!

Published on:

ভারতের অন্যতম বৃহত্তম টেলিকম সংস্থা হল রিলায়েন্স জিও (Reliance Jio)। ভারতের প্রথম টেলিকম সংস্থা হিসেবে বাজারে প্রথম 4G নিয়ে আসে মুকেশ আম্বানির এই টেলিকম সংস্থা। প্রথম থেকেই জিও-এর তরফে বিভিন্ন ধরনের অফার দেওয়া হয়। আর এই অফারের কারণেই জিও অন্য সব টেলিকম সংস্থার থেকে প্রতিযোগিতায় অনেকটা এগিয়ে রয়েছে। জিও-এর তরফে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অফার দেওয়া হয়। আর সেইসব অফার কেউ হাতছাড়া করতে চান না। এবারে গ্রাহকদের জন্য নতুন একটি সুবিধা আনলো জিও কর্তৃপক্ষ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এবারে জিও-র তরফে আনা হয়েছে নতুন সুবিধা। জিও কোনরূপ খরচ ছাড়া সম্পূর্ণ বিনামূল্যে নতুন JioFiber কানেকশন দিচ্ছে। এছাড়াও কিছু নির্দিষ্ট পোস্টপেইড প্ল্যান গ্রহণ করে JioFiber কানেকশন নিলে কোনও রকম বুকিং চার্জও লাগবে না। এছাড়াও ব্রডব্যান্ড রাউটার বিনামূল্যে এবং ইনস্টলেশন চার্জের সুবিধাও পাবেন বিনামূল্যে।

তবে বিশেষ শর্ত হল, এইসব সুবিধা শুধুমাত্র 499 টাকা, 599 টাকা, 799 টাকা ও 899 টাকার পোস্টপেইড প্ল্যানের সঙ্গেই পাওয়া যাবে। এইসব প্ল্যানের সাথে গ্রাহকরা বিনামূল্যে JioFiber কানেকশনের সুবিধা পাবেন। এছাড়াও অন ডিমান্ড TV, 400-র বেশি চ্যানেল ও বিভিন্ন OTT সাবস্ক্রিপশনের সুবিধা প্রদান করা হবে বিনামূল্যে। এমনটি রাউটার এবং ফ্রী ইনস্টলেশনের সুবিধাও পাবেন গ্রাহকরা।

499 টাকা পোস্টপেইড প্ল্যান – যেসমস্ত গ্রাহক 499 টাকার পোস্টপেইড প্ল্যান নেবেন, তারা বিনামূল্যে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা, 30 Mbps ইন্টারনেট কানেকশন এবং আনলিমিটেড ডেটা পাবেন।বিভিন্ন OTT সাবস্ক্রিপশনের সুবিধা মিলবে। এছাড়াও অন ডিমান্ড TV ও 400-র বেশি লাইভ চ্যানেল এবং Eros Now, Universal Plus-এর সুবিধা পাবেন।

599 টাকা পোস্টপেইড প্ল্যান : যেসমস্ত গ্রাহক এই পোস্টপেইড প্ল্যান বেছে নেবেন, তারা এই প্ল্যানের সাথে 12 টি OTT সাবস্ক্রিপশন, 550-র বেশি চ্যানেল Disney Plus Hotstar, Sony Liv- এর সুবিধা পাবেন।

799 টাকা পোস্টপেইড প্ল্যান : এই প্ল্যানের সাথে ফ্রি OTT সাবস্ক্রিপশন এবং অন ডিমান্ড TV ও 400-র বেশ লাইভ চ্যানেল তো পাবেনই। একইসাথে 100 Mbps ইন্টারনেট স্পিডের সুবিধা গ্রাহকরা পাবেন।

899 টাকা পোস্টপেইড প্ল্যান : কোনও গ্রাহক যদি 899 টাকা প্ল্যান গ্রহণ করেন, তাহলে 12টি OTT সাবস্ক্রিপশন, অন ডিমান্ড TV পরিষেবা এবং 550-র বেশি চ্যানেলের সুবিধা পাবেন। একইসাথে 100 Mbps ইন্টারনেট স্পিড, আনলিমিটেড কলিং-এর সুবিধাও পাবেন।

About Author
Tamalika Sengupta

বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

Leave a Comment