ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

সিনেমা জগতে আবারো বাংলার জয়জয়কার, সর্বকালের সেরা ছবি ‘পথের পাঁচালী’, রইল সম্পূর্ন তালিকা

Published on:

যেসব বাঙালিরা শুধু বাঙালির নয় সকল ভারতীয়দের গর্ব, তাঁদের মধ্যে অন্যতম হলেন মধ্যে সত্যজিৎ রায় (Satyajit Ray) । তিনি একাধারে পরিচালক এবং লেখক ছিলেন। তাঁর পরিচালিত ছবিগুলি বাংলা সিনেমার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তবে এবারে India Chapter Of The International Federation of Film Critics অর্থাৎ FIPRESCI সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ সিনেমাটিকে ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সিনেমা বলে ঘোষণা করেছে।ভারতের সেরার সেরা ১০ টি ছবির মধ্যে একটি ‘পথের পাঁচালী’।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Durga, সিনেমা জগতে আবারো বাংলার জয়জয়কার সর্বকালের সেরা ছবি ‘পথের পাঁচালী’ রইল সম্পূর্ন তালিকা, সিনেমা জগতে আবারো বাংলার জয়জয়কার, সর্বকালের সেরা ছবি ‘পথের পাঁচালী’, রইল সম্পূর্ন তালিকা

সম্প্রতি এই পথের পাঁচালী সিনেমাটিকে ভারতের সেরা দশ সিনেমার প্রথম স্থানে রাখা হল। আসলে FIPRESCI India -র ৩০ জন সদস্য গোপনে এই বিষয়ে একটি সমীক্ষা করেন। সেই সমীক্ষায় ভারতীয় সিনেমার ইতিহাস ঘেটে মোট ১০টি ছবি তালিকাভুক্ত করা হয়েছে। যার মধ্যে সেরার সেরা ‘পথের পাঁচালী’ সিনেমাটি।

Satyajit Roy, সিনেমা জগতে আবারো বাংলার জয়জয়কার সর্বকালের সেরা ছবি ‘পথের পাঁচালী’ রইল সম্পূর্ন তালিকা, সিনেমা জগতে আবারো বাংলার জয়জয়কার, সর্বকালের সেরা ছবি ‘পথের পাঁচালী’, রইল সম্পূর্ন তালিকা

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের উপর নির্মিত ছবি ‘পথের পাঁচালি’। অপু, দুর্গার সম্পর্কের রসায়ন ফুটে উঠেছে এই সিনেমাটিতে। ১৯৫৫ তে এই ছবির হাত ধরেই টলিউড ইন্ডাস্ট্রিতে পদার্পণ করেন সত্যজিৎ রায়। এই ছবিটির জন্য তিনি অস্কারও পেয়েছিলেন। এবারে এই ছবিটি ভারতের সর্বশ্রেষ্ঠ ছবির শিরোপা পেল।

Satyajit 2, সিনেমা জগতে আবারো বাংলার জয়জয়কার সর্বকালের সেরা ছবি ‘পথের পাঁচালী’ রইল সম্পূর্ন তালিকা, সিনেমা জগতে আবারো বাংলার জয়জয়কার, সর্বকালের সেরা ছবি ‘পথের পাঁচালী’, রইল সম্পূর্ন তালিকা

ভারতের সেরা ১০ টি ছবির তালিকার প্রথম দিকে রয়েছে–

১.সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’, ১৯৫৫

২. ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’, ১৯৬০

৩. মৃণাল সেনের ‘ভুবন সোম’, ১৯৬৯

৪. আদর গোপালকৃষ্ণন (Adoor Gopalakrishnan) পরিচালিত মালায়ালম ছবি এলিপাত্থায়াম (Elippathayam), ১৯৮১

৫. ১৯৭৭ সালে মুক্তিপ্রাপ্ত, গিরীশ কাসারাভালি-র ছবি Ghatashraddha এবং এমএস সাত্যুর পরিচালনায় তৈরি ‘গর্ম হাওয়া’ (১৯৭৩)

About Author
Tamalika Sengupta

বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

Leave a Comment